লখনউ, ২২ এপ্রিলঃ উত্তরপ্রদেশে ডিরেক্টর জেনারেলের (ডিজিপি) পদের দায়িত্বে এলেন সালখান সিং। দায়িত্বে আসার প্রথম দিনই তিনি অনাচার অবসানে কড়া বার্তা দিলেন। সালখান সিং বলেন, ‘অন্যায়, অপরাধমূলক কাজকর্ম করলে সকলের ক্ষেত্রে একই ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী রাজনীতিবীদ হলেও, তার ক্ষমা নেই।’
উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথের কড়া নির্দেশের ভিত্তিতে জাভেদ আহমেদের পরিবর্তে ডিজিপি-র পদে বসেছেন সালখান সিং। অন্যদিকে জাভেদকে ডিজি পিএসি পদে বসিয়েছে।
from Uttarbanga Sambad http://ift.tt/2pQDkXT
April 22, 2017 at 08:48PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন