প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক শান্ত মিত্র

কলকাতা, ৩০ এপ্রিলঃ প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক শান্ত মিত্র। দীর্ঘদিন ধরে তিনি গলার ক্যানসারে আক্রান্ত ছিলেন। কয়েকদিন আগে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকালে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৫ বছর।

ইস্টবেঙ্গল দলের অধিনায়ক শান্ত মিত্র পাশাপাশি দলের কোচের দায়িত্বও সামলেছেন। টানা ৮ বছর লাল-হলুদ জার্সি গায়ে ময়দান কাঁপিয়েছেন শান্তবাবু। সাতের দশকে ইরানের পাস ক্লাবকে হারিয়ে আইএফএ শিল্ড জিতেছিল ইস্টবেঙ্গল। সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দলের অধিনায়ক শান্ত মিত্র। ১৯৮৪ সালে দলের হয়ে নেহেরু কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। ১৯৬৮ সালে তিনি জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন।



from Uttarbanga Sambad http://ift.tt/2oXd3Up

April 30, 2017 at 01:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top