আইন করে সারাদেশে গোহত্যা বন্ধের ডাক ভাগবতের

নয়াদিল্লি, ৯ এপ্রিলঃ দেশজুড়ে গোহত্যা বন্ধের জন্য কঠোর আইন তৈরির ডাক দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। একইসঙ্গে রাজস্থানের আলওয়ারের ঘটনার নিন্দা করে তিনি জানান, আইন মেনে গোরক্ষার কাজ করা উচিত। হিংসায় জড়িয়ে পড়লে মূল উদ্দেশ্যটাই ব্যাহত হবে। রবিবার মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে এক সভায় সরসংঘচালক বলেন, ‘গোহত্যা বন্ধ করার জন্য আমরা চাই একটি সর্বভারতীয় আইন তৈরি হোক। উত্তরপ্রদেশের ভোটের পর থেকেই দেশজুড়ে গোহত্যা নিয়ে তুমুল বিতর্ক দানা বেঁধেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বেআইনি কসাইখানা বন্ধ করার নির্দেশ দিয়েছেন।

অপরদিকে, বিজেপি শাসিত রাজস্থানের আলওয়ারে গোরু পাচারকারী সন্দেহে এক মুসলিম পৌঢ়কে পিটিয়ে খুন করে একদল গোরক্ষক। একের পর এক ঘটনায় কেন্দ্রীয় সরকার ও বিজেপি নেতৃত্ব যথেষ্ট বিব্রত। এরইমধ্যে গোরক্ষকদের নিষিদ্ধ করা নিয়ে রাজস্থান, উত্তরপ্রদেশ সহ মোট ৬টি রাজ্যকে নোটিশ ধরিয়েছে ক্ষুব্ধ সুপ্রিমকোর্ট। এই পরিস্থিতিতে আরএসএস প্রধান গোহত্যা বন্ধে কঠোর আইন ও গোরক্ষকদের আইনের চৌহদ্দির মধ্যে থেকে কাজ করার বার্তা দিয়ে ভারসাম্য তৈরির চেষ্টা করেছেন বলে মনে করা হচ্ছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2pjh5G8

April 09, 2017 at 11:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top