মুম্বাই, ২৮ এপ্রিল- আজান নিয়ে ভারতের সংগীতশিল্পী সোনু নিগামের বিতর্কে যোগ দিলেন বলিউডের সাম্প্রতিক সময়ের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। একটি ভিডিও প্রকাশ করেছেন। তবে সেখানে মুখে কোনো কথা বলেননি তিনি। ভিডিওটি ইউটিউবে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, নওয়াজউদ্দিন দাঁড়িয়ে আছেন। দেখাচ্ছেন বিভিন্ন প্ল্যাকার্ড। মুখে কথা না বলে একের পর এক প্ল্যাকার্ড দেখিয়েছেন তিনি। প্রথম প্ল্যাকার্ডে লেখা, আমি নওয়াজউদ্দিন সিদ্দিকী। দ্বিতীয়টিতে লেখা, আমি আমার ডিএনএ পরীক্ষা করেছি এবং রিপোর্ট আসার পর দেখেছি আমি তৃতীয়টিতে লেখা, ১৬ দশমিক ১৬ শতাংশ হিন্দু। তখন তাঁর পরনে ছিল গেরুয়া উত্তরীয়। চতুর্থটিতে লেখা, ১৬ দশমিক ১৬ শতাংশ মুসলিম। তখন তাঁর পরনে ছিল কালো আচকান ও মাথায় সাদা টুপি। পঞ্চমটিতে লেখা, ১৬ দশমিক ১৬ শতাংশ শিখ। তখন তাঁর মাথায় ছিল শিখের পাগড়ি। ষষ্ঠটিতে লেখা, ১৬ দশমিক ১৬ শতাংশ খ্রিস্টান। তখন তাঁর পরনে ছিল পাদ্রির পোশাক। সপ্তমটিতে লেখা, ১৬ দশমিক ১৬ শতাংশ বৌদ্ধ। তখন তাঁর পরনে ছিল বৌদ্ধ ধর্মযাজকের পোশাক। অষ্টমটিতে লেখা, ১৬ দশমিক ১৬ শতাংশ বিশ্বের অন্যান্য ধর্মের, কিন্তু নবমটিতে লেখা, যখন আমি আবিষ্কার করি আমার আত্মাকে তখন পাই আমি একজন দশমটিতে লেখা, শতভাগ শিল্পী। সম্প্রতি আজান নিয়ে বিরূপ মন্তব্য করেন সংগীতশিল্পী সোনু নিগাম। তবে এরপর তাঁকে বেশ সমালোচিত হতে হয়। খোদ বলিউডের একাধিক শিল্পী তাঁর সমালোচনা করেন। আর/১৭:১৪/২৯ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qpS0Ks
April 30, 2017 at 12:29AM
29 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top