লস অ্যাঞ্জেলেস, ২৫ এপ্রিল- অ্যাভাটার ২০০৯ সালে ছবিটি মুক্তি পাওয়ার ১১ বছর পর ২০২০ সাল থেকে পরপর চারটি সিক্যুয়েল মুক্তি পেতে যাচ্ছে। শনিবার পরিচালক জেমস ক্যামেরন অ্যাভাটার-এর ফেসবুক পেজে এ কথা জানিয়েছেন। অ্যাভাটার-এর ফেসবুক পেজে বলা হয়, ছবির বহুল প্রতীক্ষিত সিক্যুলগুলো মুক্তি পাওয়া শুরু করবে ২০২০ সালের ডিসেম্বর থেকে। প্রতিটি ছবিই হবে স্বয়ংসম্পূর্ণ, আর সব মিলিয়ে তৈরি হবে গোটা একটি কাহিনি। অ্যাভাটার-২ মুক্তি পাওয়ার তারিখ ২০২০ সালের ১৮ ডিসেম্বর। এর পরের বছর ২০২১ সালের ১৭ ডিসেম্বর অ্যাভাটার-৩ মুক্তি পাবে। এরপর নির্মাতারা তিন বছর সময় নিয়ে ২০২৪ সালের ২০ ডিসেম্বর মুক্তি দেবেন অ্যাভাটার-৪ এবং ২০২৫ সালের ১৯ ডিসেম্বর আসবে অ্যাভাটার-৫। এর আগে অ্যাভাটার-২ ২০১৮ সালে মুক্তি পাওয়ার কথা বলা হলেও চলতি বছরে ক্যামেরন জানান, এ সময়ের মধ্যে তা মুক্তি দেওয়া সম্ভব হবে না। ২০০৯ সালে মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল অ্যাভাটার। বিশ্বজুড়ে ছবিটি প্রায় ২.৭ বিলিয়ন ডলার ব্যবসা করে। আর/১০:১৪/২৫ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pYXtZd
April 25, 2017 at 02:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top