বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: বিশ্বনাথে ১৬ বছরের এক কিশোরীকে অপহরণ করা হয়েছে। ওই কিশোরী উপজেলার লামাকাজী ইউনিয়নের কলিমুল্লাপুর গ্রামের খোয়াজ মিয়ার মেয়ে। বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে অপহরণ করে পার্শবর্তী আকিলপুর গ্রামের মনু মিয়ার পুত্র সাদেক আলীসহ ৬জন সহকর্মী। খবর পেয়ে গত শুক্রবার বিকেলে ওই কিশোরীকে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার হাসনাবাদ গ্রাম থেকে উদ্ধার করে বিশ্বনাথ থানা পুলিশ।
এঘটনায় সাদেক আলী ও তার এক সহকর্মী কলিমুল্লাপুর গ্রামের মৃত সাদক আলীর পুত্র ওয়াতির আলী কে আটক করা হয়েছে। কিশোরীকে উদ্ধারের পর শুক্রবার রাতে অপরণের অভিযোগ এনে তার পিতা খোয়াজ মিয়া বাদি হয়ে ৪জনের নাম উল্লেখ করে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার অপর দুই আসামি হলেন উপজেলার আকিলপুর গ্রামের শুকুর আলীর পুত্র রফিজ আলী (৩৮) ও কলিমুল্লাপুর গ্রামের নছিম আলীর পুত্র আলমগীর (২২)। পাশাপাশি আরও দু’জনকে অজ্ঞাতনামা রাখা হয়েছে। শনিবার আটকৃতদের সিলেট আদালতে প্রেরণ করে পুলিশ।
এব্যাপারে বিশ্বনাথ থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম বলেন, অপরণের ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং দুই অপহরণকারীকে আটক করে আদালতে প্রেরণ করা হয়।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2otx30M
April 01, 2017 at 07:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.