লখনউ, ৪ এপ্রিলঃ রাজ্যের কৃষকদের কৃষিঋণ মকুব করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে মঙ্গলবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কৃষকদের ১ লক্ষ টাকা পর্যন্ত কৃষিঋণ মকুব করা হবে।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশে নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় এলে কৃষকদের কৃষিঋণ মকুব করা হবে।
সরকারি সূত্রে খবর, এই সিদ্ধান্তে উপকৃত হবেন ২ কোটি ২৫ লক্ষ কৃষক। এর জেরে সরকারের খাতে খরচ প্রায় ৩৬ হাজার কোটি টাকা। উত্তরপ্রদেশের প্রায় ২ কোটি ৩০ লক্ষ কৃষকদের মধ্যে ২ কোটি ১৫ লক্ষ কৃষক ক্ষুদ্র ও প্রান্তিক। প্রাকৃতিক দুর্যোগের জেরে খসলের ক্ষতির ফলে তাঁদের বেশিরভাগ কৃষকেরই প্রায় ৬২ হাজার কোটি টাকার ঋণ শোধ করার সামর্থ নেই।
from Uttarbanga Sambad http://ift.tt/2oWcRUP
April 04, 2017 at 10:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন