হায়দরাবাদ, ২০ এপ্রিলঃ কেন উইলিয়াসন ও শিখর ধাওয়ানের জোড়া হাফ সেঞ্চুরিতে ভর করে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে সহজ জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ। বুধবার উপ্পলে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ১২ রানের মাথায় ওয়ার্নার আউট হয়ে গেলেও হায়দরাবাদের হাল ধরেন অপর ওপেনার ধাওয়ান(৭০) ও এবারের আইপিএলে প্রথমবার নামা কেন উইলিয়ামসন।(৮৯)। দ্বিতীয় উইকেটের পার্টনারশিপে ওঠে ১৩৬ রান। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে হায়দরাবাদ। দিল্লির হয়ে চারটি উইকেটই পান ক্রিস মরিস। জবাবে ব্যাট করতে নেমে ১৪ রানের মাথায় স্যাম বিলিংসের উইকেট হারায় দিল্লি। এরপর শ্রেয়স আইয়ার (৫০), সঞ্জু স্যামসন(৪২), করুণ নায়াররা (৩৩) চেষ্টা করলেও নিয়মিত উইকেট পড়ায় খেই হারিয়ে যায় দিল্লি ইনিংসের। শেয পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৭৬ রান করে দিল্লি। হায়দরাবাদের হয়ে ২ উইকেট নেন মহম্মদ সিরাজ। এই জয়ের ফলে লিগ টেবিলে দ্বিতীয় স্থানেই থাকল হায়দরাবাদ। অপরদিকে পাঁচ ম্যাচে দুটি জয় নিয়ে চার নম্বরে রয়েছে দিল্লি।
from Uttarbanga Sambad http://ift.tt/2oS7ibe
April 20, 2017 at 01:15PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন