জলদাপাড়া-কলকাতা প্রথম ভলভো

মাদারিহাট, ১ এপ্রিলঃ মাদারিহাট থেকে কলকাতা সরাসরি ভলভো পরিসেবা চালু হতে চলেছে খুব শীঘ্রই। সিদ্ধান্ত রাজ্য পর্যটন নিগমের। নিগমের মন্ত্রী গৌতম দেব জানান, ১১ এপ্রিল থেকেই শুরু হবে এই পরিসেবা। যদিও ১০ এপ্রিল এর সূচনা হয়ে যাবে কলকাতা থেকেই। মাথাপিছু ভাড়া পড়বে ১৩৬৫ টাকা। রাতের খাবারের দাম এই টাকার মধ্যেই ইনক্লুসিভ। সপ্তাহে ছ দিন চলবে এই বাস।

মাদারিহাট টুরিস্ট লজ থেকে বিকেল ৩ টায় ছেড়ে কলকাতার উদয়াচল লজে সকাল ৭ টায় পৌঁছবে ভলভোটি। আবার কলকাতার উদয়াচল লজ থেকে বিকেল সাড়ে ৪ টায় ছেড়ে জলদাপাড়া টুরিস্ট লজে পৌঁছবে সকাল ১০ টায়। এছাড়া পথেই থাকবে খাবারের ব্যবস্থা।

পর্যটন মন্ত্রী জানান, এই বাসের মাধ্যমে যে সমস্ত পর্যটক জলদাপাড়া টুরিস্ট লজে থাকতে আসবেন তারা রুম চার্জের ওপর ১০ শতাংশ ছাড় পাবেন। এছাড়া থাকছে অনলাইন বুকিংয়ের ব্যবস্থা। এই ধরনের বাস এই এলাকায় এই প্রথম বলে জানান মন্ত্রী।



from Uttarbanga Sambad http://ift.tt/2nLl0xJ

April 01, 2017 at 09:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top