৬ মাস ধরে নিখোঁজ বরুড়ার এমরান, এখনো মেলেনি সন্ধান

বিএম মহসিন ● বরুড়ায় হুরুয়া কোরবানিয়া মাদ্রাসার ৪র্থ জামাতের ছাত্র আবু এমরান সিজন (১৪) ৬ মাস ধরে নিখোঁজ । জানা যায়, এমরান উপজেলার পৌরসভার জিনসার গ্রামের আবু নোমানের বড় ছেলে। সে গত বছরের ২২ অক্টোর দুপরে বাড়ি থেকে বরুড়া বাজারের উদ্দেশ্যে বের হয়ে নিখোজঁ হয়। পরিবারের লোকজন নিকট আত্বীয় ও বিভিন্ন জায়গায় খোঁজা-খোঁজি করে অদ্ববতি পর্যন্ত তার কোন সন্ধান পায়নি।এদিকে এমরান নিখোঁজ হওয়ার পর তার বাবা-মা এমরানের সন্ধান পেতে পাগলের মত হয়ে খোজেঁ বেরাচ্ছেন। তার বাবা আবু নোমান ছেলে নিখোঁজ হওয়ার বিশয়ে গত ২ নভেম্বর বরুড়া থানায় সাধারন করেন।এ বিষয়ে বরুড়া থানা পুলিশ বিভিন্ন থানায় এমরানের নিখোঁজ সংবাদ দিয়েছেন বলে জানান। কোন হ্রদয়বান ব্যাক্তি এমরানের কোন সন্ধান পেলে নিকটতম থানায় অথবা তার বাবা আবু নোমান -০১৮৬৮৮২৫৩৭৭,০১৮২০১৩৭৬৬২ এ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেলো।



from ComillarBarta.com http://ift.tt/2pWErm1

April 24, 2017 at 08:09PM
24 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top