দাউদকান্দিতে সন্ত্রাসীদের হামলায় যুবক খুন

আলমগীর হোসেন ● দাউদকান্দিতে সন্ত্রাসীদের হামলায় আবু সাঈদ (২৮) নামে এক যুবক খুন এবং  মোহাম্মদ আলী (৩২) নামে অপর এক যুবক গুরুতর আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার গৌরীপুর বাজারের গোমতী সেতুর নিকট এ ঘটনা ঘটে। পুলিশ আহতদের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে গেলে চিকিৎসকগণ তাদেরকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাতে আবু সাঈদ (২৮) মারা যায়। আহত মোহাম্মদ আলীর অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসকগণ । এ ব্যাপারে গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আসাদুজ্জামান আসাদ জানান, একটি প্রাইভেটকারযোগে মোহাম্মদ আলী এবং আবু সাঈদ তিতাস উপজেলার দিকে যাওয়ার পথে গৌরীপুর বাজার গোমতী সেতুর উত্তরে পাশে দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে। আহতদের উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকগণ তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করে। পরে রাতে ঢাকায় আবু ছাঈদ মারা যায়। এদিকে এ ঘটনায় দাউদকান্দির গৌরীপুর বাজার ও গৌরীপুর বাসষ্ট্যান্ডে থমথমে অবস্থা বিরাজ করছে। শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে ওই স্থানে ব্যাপক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। জোরদার করা হয়েছে পুলিশি টহল। নিহত আবু ছাঈদ দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের দক্ষিণ পেন্নাই গ্রামের মৃত আঃ সামাদের ছেলে।



from Comillar Barta™ http://ift.tt/2oMxGBT

April 02, 2017 at 10:16AM
02 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top