সম্পত্তি নিয়ে অশান্তির জেরে নিগৃহীত নভতেজ সারনার মা

নয়াদিল্লি, ২৩ এপ্রিলঃ সম্পত্তি নিয়ে অশান্তির জেরে নাতির হাতে বৃদ্ধা নিগৃহীত। ৮৬ বছরের ওই বৃদ্ধা আমেরিকায় কর্মরত ভারতীয় রাষ্ট্রদূত নভতেজ সারনার মা।

জানা গিয়েছে, দিল্লিতে নিজের বাড়িতে সুরজিৎ সারনা নামে ওই বৃদ্ধাকে নির্মমভাবে মারধর করা হয়েছে। অভিযুক্ত ওই বৃদ্ধার এক সম্পর্কীয় নাতি। অভিযুক্তের নাম কর্ণদেব চোপড়া (৩০)। পেশায় আইনজীবী। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত কর্ণদেব চোপড়া নভতেজ সারনার মায়ের সম্পত্তি তাঁর নামে লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু তাঁর দাবি পূরণ না হওয়ায় কর্ণদেব এই ঘটনা ঘটায়। ওই বৃদ্ধার কপাল, চোখ, হাঁটু ও শরীরের অন্যান্য অংশে গুরুতর চোট লেগেছে। বর্তমানে তিনি স্থানীয় হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।

বৃদ্ধার অভিযোগ, শনিবার সম্পত্তি নিয়ে অশান্তির জেরে কর্ণদেব তাঁর ওপর হামলা চালায়। সেইসময় ওই বৃদ্ধার চিত্কারে তিনি পালিয়ে যান। কয়েক ঘণ্টা পর তাঁর এক নাতি এসে তাঁকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যান।



from Uttarbanga Sambad http://ift.tt/2ohqgep

April 23, 2017 at 01:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top