কম্পিউটার তো ব্যবহার করেন, উইনডোজ ৯৩-র নাম শুনেছেন?

 

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ প্রশ্ন করা হয় আপনার পছন্দের উইনডোজ অপারেটিং সিস্টেম কোনটি? তাহলে অনেকেই বলবেন উইনডোজ ৭ বা ১০। যারা একটু নস্টালজিক, তারা আবার বলবেন উইনডোজ XP। কিন্তু কেউ কি উইনডোজ ৯৩ ব্যবহার করেছেন? হয়ত ভাবছেন উইনডোজের এটা কোনো  অপারেটিং সিস্টেম যা ১৯৯৩ সালে মাইক্রোসফট লঞ্চ করেছিল। কিন্তু না, মাইক্রোসফট এরকম কোনো অপারেটিং সিস্টেম লঞ্চই করেনি। উইনডোজ ৯৩ অপারেটিং সিস্টেম একটি ইনটারনেট বেসড অপারেটিং সিস্টেম যা পিসি, ল্যাপটপ-এর পাশাপাশি অ্যান্ড্রয়েড বা অন্য মোবাইল ডিভাইসেও ব্যবহার করা যায়। গুগল ক্রোম ব্রাউসারে উইনডোজ ৯৩ ভালো কাজ করে। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে লিখতে হবে www.windows93.net। এরপরই আপনার ডিভাইসের স্ক্রিনটি উইনডোজ ৯৩ অপারেটিং সিস্টেমে কনভার্ট হয়ে যাবে। এই অপারেটিং সিস্টেমে একাধিক গেমের পাশাপাশি রয়েছে একটি ভার্চুয়াল গার্ল। যার নাম লিসা। এছাড়া রয়েছে একটি বিশেষ প্রোগ্রাম যার নাম Speech। আপনি যা টাইপ করবেন তা বিভিন্ন অ্যাকসেন্টে উচ্চারণ করবে Speech।­



from Uttarbanga Sambad http://ift.tt/2oBw12p

April 24, 2017 at 02:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top