নয়াদিল্লি, ২৪ এপ্রিলঃ সোমবার মেয়ে ইন্ডিয়া জিন রোডসের দ্বিতীয় জন্মদিনে শুভেচ্ছাবার্তার জন্য টুইটারকে বেছে নিলেন প্রাক্তন সাউথ আফ্রিকান ক্রিকেটর জন্টি রোডস। পোস্ট করলেন মেয়ের সঙ্গে ছবি। এই মুহূর্তটা দুদেশেরই প্রচুর মানুষের হৃদয় ছুঁয়ে যায়।
পোস্টটির জনপ্রিয়তা থেকে মুখ ফেরাতে পারেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি এদিন টুইট করেন, ‘ইন্ডিয়াকে ইন্ডিয়ার তরফ থেকে শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা।’ মুহূর্তের মধ্যে পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ৭৭০০ বার রি-টুইট এবং ১৮০০০ এর বেশি লাইক পড়ে পোস্টটিতে।
সাউথ আফ্রিকান এই ক্রিকেটার প্রধানমন্ত্রী ও শুভাকাঙ্খীদের টুইটের মাধ্যমেই ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, ২০১৫ সালে মুম্বইতে জন্ম হয় ইন্ডিয়ার। কিন্তু কোনো দেশের নামে মেয়ের নাম রাখলেন কেন জন্টি রোডস? উত্তরে তিনি জানিয়েছেন, ভারতের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও ভৌগলিক বৈচিত্রের দ্বারা অনুপ্রাণিত হয়ে মেয়ের এমন নাম রেখেছেন। ভারতের এই ঐতিহ্য ও সংস্কৃতির ধারা বজায় রাখবে ইন্ডিয়া, আশাবাদী ক্রিকেটার।
from Uttarbanga Sambad http://ift.tt/2pbSXID
April 24, 2017 at 01:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন