মুখ্যমন্ত্রীর ডিউটি দিতে এসে দুর্ঘটনার কবলে পুলিশ

কোচবিহার, ২৫ এপ্রিলঃ মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ডিউটি দিতে কোচবিহারে আসার পথে দুর্ঘটনার কবলে পড়ল পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের একটি বাস। ঘটনায় এক জন এসআই সহ ৩০ জন সিভিক ভলান্টিয়ার জখম হয়েছেন। তাঁদের মধ্যে ওই এসআই সহ ২৩ জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের কোচবিহার এমজেএন হাসপাতালে ভরতি করা হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে নটা নাগাদ এই ঘটনা ঘটেছে কোচবিহার শহরে।

প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফাঁসিদেওয়া থানার এসআই বিপ্লব বর্মনের নেতৃত্বে ৩০ জন সিভিক ভলান্টিয়ার সিএম ডিউটি দিতে কোচবিহার পুলিশ লাইনে যাচ্ছিলেন। শহরের অমরতলা মোড়ের কাছে বালি বোঝাই একটি লরির সঙ্গে তাদের বাসের ধাক্কা লাগে। লরির ধাক্কায় উলটে যায়। জখম হন বাসের সকলেই। তাঁদের মধ্যে এসআই এবং ২২ জন সিভিক ভলান্টিয়ারের আঘাত গুরুতর হওয়ায় তাদের জেলা হাসপাতালে ভরতি করা হয়। কোচবিহার পুলিশের পদস্থ কর্তারা হাসপাতালে গিয়েছেন।লরির চালক ও লরিটি আটক করেছে পুলিশ।



from Uttarbanga Sambad http://ift.tt/2pcBhed

April 25, 2017 at 10:04AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top