মনোহরগঞ্জের ১০৩টি বিদ্যালয়ে সিম বিতরণ

মনোহরগঞ্জ প্রতিনিধি ● মনোহরগঞ্জ উপজেলার ১০৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রামীণ ফোনের সমন্বয়ে করপোরেট সিম বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষকদের হাতে সিম তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইউসুফ আলী। এ ছাড়া উপজেলার শিক্ষা অফিসের সহযোগিতায় বিদ্যালয়ের জন্য একটি করে মোবাইল সেট দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার কাজী মফিজ উদ্দিন আহম্মেদ, গ্রামীণ ফোন কুমিল্লার করপোরেট একাউন্ট সেলস ম্যানেজার মো. এহছানুল হকসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। শিক্ষকরা যাতে বিদ্যালয়ে বসে নিজস্ব সিম ও সেটের মাধ্যমে তাদের নৈমিত্তিক ছুটি গ্রহণে তথ্য আদান-প্রদান, একাডেমিক ও প্রশাসনিক প্রাপ্তির তথ্য লেন-দেন, বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম মনিটরিংকরণ, স্বল্পব্যয়ে আন্তঃযোগাযোগ ব্যবস্থা এবং গ্রুপ এসএমএসের মাধ্যমে তথ্যের আদান-প্রদান করতে পারে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বলেন, করপোরেট সিম বিতরণ করার ফলে শিক্ষকদের উপজেলা শিক্ষা অফিসের সঙ্গে তথ্য আদান-প্রদানে সময় ও অর্থ দুটিরই সাশ্রয় হবে।



from ComillarBarta.com http://ift.tt/2ofrVzB

April 07, 2017 at 09:30AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top