ইন্দোর, ২১ এপ্রিল- হাশিম আমলার ৬০ বলে খেলা অপরাজিত ১০৪ রানে ভর করে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কিংস ইলেভেন পাঞ্জাবের সংগ্রহ দাঁড়ায় ১৯৮ রান। ৷ প্রথমে আমলার দুরন্ত সেঞ্চুরি ও ম্যাক্সওয়েল হিটসে হোলকার দর্শকরা ছিলেন রোমাঞ্চিত৷ তার পর বাটলার ও রানার ব্যাটিং দাপটে চাপা পড়ে গেল আমলার অমলিন সেঞ্চুরি৷ ম্যাচের সেরা অবশ্য বাটলার৷ বৃহস্পতিবার ইন্দোরের হলকার স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৯ রান তোলে পাঞ্জাব। পরের ১০ ওভারে ২ উইকেট হারিয়ে তোলে ১২৯ রান! তাতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৮ রানের সংগ্রহ পায় প্রীতি জিনতার দল। এই জয়ের ফলে পাঁচ ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবলে শীর্ষে উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স৷দ্বিতীয় স্থানে নেমে গেল কলকাতা নাইটরাইডার্স৷ তিন নম্বরে সানরাইজার্স হায়দরাবাদ৷প্রথম ম্যাচে পুণে সুপারজায়েন্টের কাছে হেরে আইপিএল টেন-এ শুরুটা মোটেই ভালো হয়নি মুম্বইয়ের৷কিন্তু টানা পাঁচ ম্যাচ জিতে গ্রুপ লিগে মস্তানি করছে মুম্বাই৷ আর/১০:১৪/২১ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pJKhdm
April 21, 2017 at 03:28PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন