নিজস্ব প্রতিবেদক ● কেক কাটা, বাউল গানের পরিবেশনা আর কনসার্টের মধ্য দিয়ে পালিত হয়েছে ভার্চুয়াল ফান টাউনের প্রথম বর্ষপূর্তি উৎসব। বৃহস্পতিবার ছিল ফান টাউনের প্রথম বর্ষপূর্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত ৮ দিনের উৎসবের প্রথম দিন।
সকাল ১১টায় উৎসবের উদ্বোধন করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনিরুজ্জামান তালুকদার।
এদিকে শুক্রবার বাংলা নববর্ষ উপলক্ষে সারা দিন ফান টাউনের থাকছে নানান আয়োজন। সকাল ৯টা ৩০মিনিটে বর্ষবরণ, সকাল ১০টায় শুরু হবে শাস্ত্রীয় সংগীত এবং বিকাল ৩টায় দেহতত্ত্ব ও আধ্যাত্মিবাদ বাউল সঙ্গীত। এছাড়া থাকবে ইলিশ-পান্তা ভোজ।
উল্লেখ্য, প্রথম বর্ষপূর্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে ফান টাউনে চলছে “বাঙ্গালী সংস্কৃতির মহা উৎসব ১৪২৪”। ১৩ বৃহস্পতিবার এপ্রিল শুরু হওয়া এ উৎসব চলবে ২০ এপ্রিল পর্যন্ত।
from ComillarBarta.com http://ift.tt/2oDR7Ak
April 14, 2017 at 12:04AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন