হায়দরাবাদ, ৬ এপ্রিলঃ অভিনব উপায়ে স্ত্রীকে তালাক দেওয়ার অভিযোগ সৌদি আরবে ব্যাংকে কর্মরত এক প্রবাসী ভারতীয়ের বিরুদ্ধে। অভিযোগ, মহম্মদ মুস্তাকুদ্দিন নামে এক ব্যক্তি হাদরাবাদে এক ঊর্দু সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে তাঁর স্ত্রীকে তালাক দেন। স্বামীর বিরুদ্ধে হায়দরাবাদ থানায় প্রতারণা এবং ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করেন বছর ২৫ এর ওই তরুণী৷ আইপিসি ৪৯৮ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।
সূত্রের খবর, ২০১৫ সালে বিয়ের পর তরুণী আরবেই থাকতেন স্বামীর সঙ্গে। ২০১৬ সালে ওই দম্পত্তির এক পুত্রসন্তান হওয়ার পর স্ত্রী ও পুত্রকে হায়দরাবাদে রেখে পুনরায় সে আরবে চলে যায়। এরপর বহুবার মুস্তাকুদ্দিনের সঙ্গে যোগাযোগ করেও ব্যর্থ হয় তরুণী। গত ৪ এপ্রিল স্থানীয় সংবাদপত্রে তালাকের বিজ্ঞাপণ প্রকাশের পর তাঁর স্বামীর আইনজীবীর তরফ থেকে শুধু একটি ফোনকল পান।
তরুণীর বক্তব্য, ‘সকলের সামনে বিয়ে হয়েছে যখন, তালাক দিতে হলেও সকলের সামনেই দিতে হবে।’
from Uttarbanga Sambad http://ift.tt/2p4CrHs
April 06, 2017 at 05:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন