কোচবিহার, ২৫ এপ্রিলঃ ছত্তিশগড়ে মাওবাদী হামলায় নিহত ২৬ জন সিআরপিএফ জওয়ানের মধ্যে দু-জন কোচবিহারের বাসিন্দা। তাদের নাম কৃষ্ণকুমার দাস এবং বিনয়চন্দ্র বর্মন। কৃষ্ণবাবুর বাড়ি কোচবিহার শহরের ১০ নম্বর ওয়ার্ডে। কোচবিহার-১ ব্লকের পুষণারডাঙ্গা এলাকার বাসিন্দা বিনয়বাবু। মঙ্গলবার সকালে তাদের মৃত্যুর খবর বাড়িতে আসামাত্রই এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রসঙ্গত কোচবিহার সফরে আসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই ছত্তিশগড়ের সুকমায় মাও হামলার তীব্র নিন্দা করেছেন।
সোমবার দুপুরে সুকমার বুরকাপাল গ্রামের কাছে সিআরপিএফ-এর একটি রোড ওপেনিং পার্টি মাওবাদীদের গুলির মুখে পড়ে। অন্তত ২৬ জন জওয়ানের মৃত্যু হয়। জখম ৬ জওয়ানকে উদ্ধার করে হেলিকপ্টারে রায়পুরে পাঠানো হয়েছে। সিআরপিএফ-এর পালটা গুলিতে কতজন মাওবাদীর মৃতুয হয়েছে তা অবশ্য জানা যায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মাওবাদী হামলার তীব্র নিন্দা করেছেন।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী স্বয়ং কোচবিহারে থাকায় তিনি শোকস্তব্ধ পরিবারগুলির সঙ্গে দেখা করতে পারেন বলে মনে করা হচ্ছে।
from Uttarbanga Sambad http://ift.tt/2q0fY2g
April 25, 2017 at 10:22AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন