ভিসা চাইতে আসা সন্ত্রাসবাদীকে দেখে অবাক মার্কিন দূতাবাস

তিন মাস বয়সী সন্ত্রাসবাদী

লন্ডন, ১৭ এপ্রিলঃ প্রশ্নটা ছিল- আপনি কি কখনো জঙ্গি নাশকতামূলক বা অপহরণ, এমন ধরনের কোনো কাজে যুক্ত ছিলেন ? উত্তরের জায়গায় হ্যাঁ লেখা দেখে আর দেরি করেনি লন্ডনের মার্কিন এম্বাসি। দূতাবাসে ডেকে পাঠানো হয় হার্ভে কেনিয়ন কেয়ার্নসকে। তার দাদু পল কেনিয়ন অবশ্য বারবার দূতাবাসকে বলেছিলেন, ফর্ম ভরার সময় একটা ভুল হয়ে গিয়েছে। আমার নাতি কোনো নাশকতামূলক কাজকর্মে জড়িত নয়। কিন্তু ভিসা দেওয়ার ব্যাপারে দূতাবাস কর্তৃপক্ষ কিছু শুনতেই চায়নি। পত্রপাট হাজির করতে বলে হার্ভেকে। বাধ্য হয়ে প্রায় ১০ ঘণ্টার পথ পেরিয়ে হার্ভেকে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য লন্ডনের মার্কিন দূতাবাসে হাজির হন তার বাবা-মা। হার্ভেকে দেখার পর তাকে নাকি জেরা করতেই আর পারেননি দূতাবাসের কর্তারা। কারণ হার্ভের বয়স মাত্র তিন মাস। মার্কিন দূতাবাস কর্তৃপক্ষের তরফে অবশ্য এই ঘটনায় কোনো মন্তব্য করা হয়নি।



from Uttarbanga Sambad http://ift.tt/2psaN8f

April 17, 2017 at 11:17AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top