ক্যানসারের থাবায় বিনোদ খান্না!

নয়াদিল্লি, ৬ এপ্রিলঃ বৃহস্পতিবার সকাল থেকে বিখ্যাত বলিউড অভিনেতা বিনোদ খান্নার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। ছবিটিতে তিনি অত্যন্ত অসুস্থ ও জীর্ণ।

হাসপাতালের তরফে কোনোরকম মন্তব্য করা হয়নি তাঁর অসুস্থতার ব্যাপারে। পুত্র রাহুল খান্না জানান, ডিহাইড্রেশনের ফলে গত শুক্রবার থেকেই তিনি মুম্বইয়ের একটি হাসপাতালে ভরতি ছিলেন। খুব শীঘ্রই ছেড়ে দেওয়া হবে তাকে।

অভিনেতা তথা গুরদাসপুরের সাংসদ বিনোদ খান্নার পরিবারের সঙ্গে আজকের ছবি সাফ জানান দিচ্ছে তিনি গুরুতর অসুস্থ। সুস্থতার কামনায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভেসে আসে অসংখ্য শুভেচ্ছাবার্তা।

এর আগে, ফেব্রুয়ারি মাসে একটি প্রেস কনফারেন্সে তিনি নিজেই জানান, তিনি ব্লাডার ক্যানসারাক্রান্ত এবং প্রায় সুস্থতার পথে।

অমিতাভ বচ্চনের সময়ের অন্যতম সেরা অভিনেতা বিনোদ খান্না। অমর আকবর অ্যানটনি, কুরবানির মত বিখ্যাত ছবিতে অভিনয় করেন তিনি।



from Uttarbanga Sambad http://ift.tt/2o1N7XT

April 06, 2017 at 10:15PM
06 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top