কলকাতা, ২৮ এপ্রিল- নারদ তদন্তের প্রথম বলি হতে চলেছেন কলকাতার মেয়র শোভন চ্যাটার্জী৷ যে কোন দিন নবান্নে এই ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নারদ কান্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হতে পারেন, এই আশঙ্কা করেই কলকাতার মেয়র পদ থেকে শোভনকে সরিয়ে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাঁকে সরিয়ে কলকাতার মেয়র হতে চলেছেন দেবাশিস কুমার৷ নারদ তদন্তের চাপ শেষ পর্যন্ত ঠেকিয়ে রাখা গেল না৷ সিবিআইয়ের হাতে গ্রেফতারের আশঙ্কা থাকায় কলকাতার মেয়র পদ থেকে শোভন চ্যাটার্জীকে সরিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সম্ভবত, জেলা সফর শেষেই কলকাতা ফিরে যে কোনদিন এই সিদ্ধান্ত ঘোষণা করবেন তিনি৷ বিশ্বের কাছে কলকাতার মেয়র পদের গুরুত্ব থাকায় একপ্রকার বাধ্য হয়েই প্রিয় কানন কে সরিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছেন দিদি৷ মেয়র পদে লড়াই এখন দক্ষিণের দেবাশিস কুমারের সঙ্গে উত্তরের অতীন ঘোষের৷ শেষ পর্যন্ত তৃণমূল নেত্রীর ভোট পেয়ে কলকাতার মেয়র হতে চলেছেন বর্তমান মেয়র পারিষদ দেবাশিস কুমার৷ ইতিমধ্যেই মেয়র পদে কাকে চান সেই নিয়ে দক্ষিণ কলকাতার পুরসভা কাউন্সিলারদের নিয়ে একটা গোপন বৈঠকও হয়ে গিয়েছে৷ সেখানেই সবাই বর্তমান মেয়র পারিষদ দেবাশিস কুমারকেই পরবর্তী মেয়র হিসাবে বেছে নেন৷ তবে পরবর্তী মেয়র পদপ্রার্থী হিসাবে উত্তরের মেয়র পারিষদ অতীন ঘোষের নামও উঠে এসেছে৷ লড়াই শুরু হয়েছে দক্ষিণ ও উত্তরের লবির৷ তবে যথারীতি, প্রতিবারের ন্যায় এবারও হার স্বীকার করতে হচ্ছে উত্তরের লবিকেই৷ দেখতে শুনতে স্মার্ট অতীন ঘোষই মেয়র পদের অন্যতম দাবিদার বলে জোরালো বক্তব্য ছিল উত্তরের লবির৷ তবে, শেষ পর্যন্ত সেই দাবি উড়িয়ে দিয়ে দেবাশিস কুমারকেই পরবর্তী কলকাতার মেয়র পদে বসাতে চলেছে তৃণমূল কংগ্রেস৷ ইন্টারন্যাশান্যাল কমিউনিটিতে বা বিশ্বের দরবারে কলকাতার মেয়র পদের গুরুত্ব অপরিসীম৷ আর তাই মেয়রের চেয়ারে যাতে কলঙ্কের দাগ না পরে, তার জন্যই সরতে হচ্ছে নারদ কেলেঙ্কারিতে অভিযুক্ত শোভন চ্যাটার্জীকে৷ তবে, রাজ্যের মন্ত্রী হিসাবে নিজের পদেই থাকছেন শোভন৷ সিবিআইয়ের হাতে যে কোনদিন গ্রেফতারের আশঙ্কা থাকায় এবং বিরোধীদের কটাক্ষ চাপা দিতেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ গত ১৭ এপ্রিল নারদ কান্ডে ১৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই৷ এই ১৩ জনের বিরুদ্ধে দূর্নীতির পাশাপাশি ষড়যন্ত্রের অভিযোগও আনা হয়েছে৷ নারদ কান্ডে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার পরেই সিবিআই এর পক্ষ থেকে এই এফআইআর দায়ের করা হয়৷ সিবিআই সূত্রে খবর, নারদ কান্ডে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে৷ তাই খুব শীঘ্রই অভিযুক্তদের নোটিশ পাঠিয়ে তলব করতে পারে সিবিআই৷ উত্তরে খুশি না হলেই গ্রেফতারের সম্ভাবনা প্রবল৷ সেই কারণেই তড়িঘড়ি কলকাতার মেয়র পদ থেকে নারদে অভিযুক্ত শোভন চ্যাটার্জীকে সরিয়ে দেবার সিদ্ধান্ত৷ যদিও তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের তরফ থেকে এই নিয়ে মুখ খোলেননি কেউই৷ মেয়র শোভন চ্যাটার্জীও এই নিয়ে কথা বলতে চান নি৷ তবে প্রশাসনিক সূত্রে এটাই বলার চেষ্টা হবে যে, একসঙ্গে কলকাতার মেয়র ও রাজ্যের দুটি দফতরের মন্ত্রী থাকায় মেয়র পদে সময় দিতে পারছেন না শোভন চ্যাটার্জী৷ তাই তাকে সরিয়ে অন্য একজনকে মেয়র করা হচ্ছে৷ যদিও বিশ্বের দরবারে কলকাতা ও তৃণমূল কংগ্রেসের নাম কলঙ্কিত হবার আগেই মেয়রের চেয়ারে স্বচ্ছ ভাবমূর্তির দেবাশিস কুমারকে বসিয়ে কিছুটা হলেও ধামাচাপা দিতে চাইছে রাজ্যের শাসক দল৷ মেয়রকে সরিয়ে দেবার সিদ্ধান্তে কিছুটা হলেও বিরোধীদের মুখ বন্ধের ছক কষছে শাসক দল৷ আর/১২:১৪/২৮ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qcDtVS
April 28, 2017 at 07:06AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top