দিল্লি-পাটনা রাজধানী এক্সপ্রেসে লুঠ

পটনা, ৯ এপ্রিলঃ রবিবার ভোর ৩.৩.০ নাগাদ নয়াদিল্লি-পাটনা রাজধানী এক্সপ্রেসে ডাকাতির ঘটনা ঘটল। উত্তরপ্রদেশ-বিহার সীমানা বরাবর গাজিপুরের গাহমার রেল স্টেশনে ঘটনাটি ঘটেছে। যান্ত্রিক ত্রুটির জন্য সেখানে দাঁড়ায় ট্রেনটি।

অভিযোগ, বি৭, এ৪ এবং বি৮ কামড়ায় একদল সশস্ত্র দুষ্কৃতি উঠে যাত্রীদের কাছ থেকে গয়না ও টাকাপয়সা লুঠ করে তাদের মারধর করে ভাদৌরা স্টেশনে নেমে যায় একদল সশস্ত্র দুষ্কৃতি। এখনও খোঁজ মেলেনি তাদের।

পাটনায় পৌঁছনোর পর ট্রেন থেকে নেমে যাত্রীরা স্টেশনে বিক্ষোভ দেখান। এই ঘটনার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় পাটনা জিআরপিতে।

সন্দেহ করা হচ্ছে অপরাধীদের মদত দিতে দরজা খোলে কোচ অ্যাটেনডেন্ট। তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় এবং গ্রেফতারি পরোওয়ানা জারি করা হয়। এছাড়া জেরা করা হবে কর্তব্যরত রেল পুলিশকর্মীদের। দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ রেলমন্ত্রীর।



from Uttarbanga Sambad http://ift.tt/2ocPQxV

April 09, 2017 at 01:30PM
09 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top