কারচুপি করতে গেলেই অকেজো, নতুন ইভিএম কিনবে কমিশন

নয়াদিল্লি, ২ এপ্রিলঃ নির্বাচন কমিশন এবার সম্পূর্ণ নতুন প্রজন্মের ইভিএম কেনার জন্য সম্পূর্ণ তৈরি। কোনোরকম কারচুপি করার চেষ্টা করলেই নতুন প্রজন্মের এই ইভিএম কাজ করা পুরোপুরি বন্ধ করে দেবে। অভিযোগ, ৫ রাজ্যের ভোটের সময় ইভিএমেও কারচুপি করা হয়েছে।

এমথ্রি টাইপের নতুন এই ইভিএম নিজেই যাচাই করতে পারবে এর মধ্যে কোনো খামতি আছে কিনা।

শুধুমাত্র সরকারি সংস্থা ইসিআইএল অথবা বিইএল এই ধরনের ইভিএম তৈরি করতে সক্ষম। এগুলি একই কোম্পানির তৈরি অন্য ইভিএমের সঙ্গেও যোগাযোগ রাখতে পারে। কিন্তু অন্য কোম্পানির তৈরি ইভিএম এই ধরনের যোগাযোগ রাখতে অক্ষম।

কেন্দ্রীয় আইন মন্ত্রক জানিয়েছে, পরবর্তী লোকসভা নির্বাচনের আগে ২০১৮ সালেই আনা হবে এই নতুন ধরনের ইভিএম। এই খাতে খরচ পড়বে মোটামুটি ১,৯৪০ কোটি টাকা(আনুষঙ্গিক খরচ ও কর বাদে)।

নির্বাচন কমিশন জানায়, ২০০৬ সালে কেনা ৯,৩০,৪৩০টি ইভিএম বদলে ফেলা হবে, কারণ প্রতিটি ইভিএমের বয়স প্রায় ১৫ বছরের কাছাকাছি এবং নির্ভুলভাবে কাজ করতে সক্ষম নয়।

২০১৬-১৭ অর্থবর্ষে নির্বাচন কমিশন ১৪ লক্ষ নতুন ইভিএমের প্রস্তাব রাখলেও বিগত তিন বছর কোনো নতুন ইভিএম কেনেনি নির্বাচন কমিশন।



from Uttarbanga Sambad http://ift.tt/2optKLn

April 02, 2017 at 07:13PM
02 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top