কলকাতা, ১৬ এপ্রিল- আগামী মঙ্গলবার ভুবনেশ্বর সফরে যাচ্ছেন মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাউকে চ্যালেঞ্জ জানাতে নয়, তিনি সেখানে যাবেন একটি মাত্র উদ্দেশ্যেই। শুধুমাত্র চিটফান্ড কাণ্ডে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখতেই ভুবনেশ্বর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের তরফে জানিয়ে দেওয়া হল, তাঁর কোনও রাজনৈতিক সভা করার পরিকল্পনা নেই। চিটফান্ড কাণ্ডে গ্রেফতারের পরে অসুস্থ হয়ে পড়ায় এখন ভুবনেশ্বরের অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আগে খবর ছিল, বিজেপি-র জাতীয় কর্মসমিতির বৈঠকের পরে ভুবনেশ্বরে তৃণমূলের সভায় যোগ দিতেই মমতার ওড়িশা যাত্রা। সঙ্গে সুদীপকেও দেখতে যাবেন তিনি। কিন্তু দলের তরফে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দেন, দীর্ঘদিন ধরেই আমাদের দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ। তিনি ও তাঁর স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় অনুরোধ করছিলেন মুখ্যমন্ত্রীকে। তাঁদের অনুরোধ শুনেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কোনও রাজনৈতিক সভা করার পরিকল্পনা নেই। গ্রেফতার হওয়া কোনও নেতাকে দেখতে রাজ্যের মুখ্যমন্ত্রী যাচ্ছেন, এই ঘটনা নজিরবিহীন। এর আগেও মদন মিত্র-সহ দলের অনেক নেতাই জেলে বন্দি ছিলেন। অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। কিন্তু কখনই মমতা কারোকেই দেখতে যাননি। এক্ষেত্রে ব্যতিক্রম করছেন মুখ্যমন্ত্রী। উল্লেখযোগ্য, একই মামলায় গ্রেফতার হয়ে অসুস্থ হয়ে পড়া আর এক সাংসদ তাপস পালও ওই অ্যাপোলো হাসপাতালেই ভর্তি রয়েছেন। কিন্তু তাঁর সঙ্গে সাক্ষাৎ করার কথা মুখ্যমন্ত্রীর ঘোষিত কর্মসূচিতে নেই। এর আগে সুব্রত বক্সী, মুকুল রায়, পার্থ চট্টোপাধ্যায়রা দেখা করে এসেছেন সুদীপের সঙ্গে। মুখ্যমন্ত্রীর কর্মসূচির জন্য অনুমতি নেওয়া রয়েছে বলেই তৃণমূল সূত্রের খবর। সম্প্রতি ওড়িশাতে দলীয় কার্যালয় উদ্বোধন করে এসেছেন তৃণমূলের শীর্ষ নেতারা। নোটবাতিলের পরে এবং সুদীপের গ্রেফতারির পরেও সেখানে তৃণমূলের জনসভা হয়েছে। তবে এখনই মমতাকে দিয়ে সভা করানোর সাংগঠনিক ক্ষমতা নেই বলেই তৃণমূল নেতাদের দাবি। পার্থ চট্টোপাধ্যায়ও জানান, সময় হলে আমরা নিজেরাই জানাব কোন সময়ে রাজ্য নেতারা সভা করবেন, কবে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে যাবেন। তার সাংগঠনিক প্রস্তুতি চলছে। তবে এবারের সফর শুধুই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখতে যাওয়ার জন্য। সূত্রের খবর, সুদীপকে দেখে মমতা পুরীতে জগন্নাথ মন্দিরে পুজোও দিতে যেতে পারেন। তবে এ ব্যাপারে পার্থকে প্রশ্ন করা হলে তিনি সরসরি কোনও উত্তর দেননি। আর/১৭:১৪/১৬ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oAlAx9
April 17, 2017 at 12:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top