পোপের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প

ওয়াশিংটন, ২১ এপ্রিলঃ আগামী মাসে ইতালি সফরে গিয়ে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে পোপের সঙ্গে তরজায় জড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেকথা মাথায় রেখেই বৃহস্পতিবার তিনি বলেছেন, পোপের সঙ্গে কথা বলতে আমি খুবই আগ্রহী। এদিন ইতালির প্রধানমন্ত্রী পাওলো জেন্তিলোনির সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে যোগ দেন ট্রাম্প। জি-৭ এর বৈঠকে যোগ দিতে আগামী মাসে তাঁর ইতালি যাওয়ার কথা
প্রসঙ্গত মার্কিন প্রেসিডেন্ট এবং পোপের মতবিরোধের সূত্রপাত গত ফেব্রুয়ারিতে। মেক্সিকো এবং আমেরিকার মধ্যে দেওয়াল তোলার ইচ্ছা প্রকাশ করেছিলেন ট্রাম্প। তার বিরুদ্দে কড়াভাষায় পোপ বলেছিলেন, কেউ কোথাও দেওয়াল বানালে মানুষের যোগাযোগের রাস্তাই সে বন্ধ করে দেয়। সে আর যাই হোক ক্রিশ্চান নয়।

ট্রাম্প সে কথার জবাবে বলেছিলেন, ক্রিশ্চান হিসাবে তিনি গর্বিত আর পোপের বক্তব্য অনভিপ্রেত। কখনো যদি আই এস-এর হাতে ভাটিকান আক্রান্ত হয় তা হলে পোপ হয়ত প্রার্থনা করবেন, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পই ভাটিকানকে রক্ষা করবেন।



from Uttarbanga Sambad http://ift.tt/2p1KHep

April 21, 2017 at 11:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top