নয়াদিল্লি, ১০ এপ্রিলঃ সোমবার প্রাক্তন নৌসেনা অফিসার কুলভূষণ যাদবকে ফাঁসির নির্দেশ দিল পাকিস্তান। RAW এজেন্ট সন্দেহে গতবছর বালুচিস্তান থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছিল বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, পাকিস্তানের বিরুদ্ধে চরবৃত্তি ও সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। সোমবার পাক সেনা আদালতে তাঁকে ফাঁসির নির্দেশ দেয়। আদালতে কুলভূষণ স্বীকার করে নিয়েছিলেন যে, পাকিস্তানের শান্তি বিঘ্নিত করতে RAW-এর কাজ করতেন তিনি। পাক সেনা তাঁর এই স্বীকারক্তির একটি ভিডিও প্রকাশ করেছে।
from Uttarbanga Sambad http://ift.tt/2nU7cO7
April 10, 2017 at 07:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন