হাইটেক মধুচক্র! অভিযুক্ত পুলিশ ধৃত

বেঙ্গালুরু, ২৪ এপ্রিলঃ হাইটেক মধুচক্র চালানোর অভিযোগ উঠেছে বেঙ্গালুরু পুলিশের হেড কনস্টেবল কারিবাসাপ্পার বিরুদ্ধে। কারিবাসাপ্পার কাজকর্ম একেবারে হাইটেক পদ্ধতিতে। অনলাইনে খদ্দের ধরা। ক্যাশলেস পেমেন্ট। জানা গিয়েছে, কয়েকবছর ধরে সে এই ব্যবসায় নিযুক্ত ছিলেন। কর্ণাটকের পারাপ্পানা আগরাহারা থানার অপরাধ শাখার প্রধান কনস্টেবল কারিবাসাপ্পা। আপাতত সে বিচারবিভাগীয় হেপাজতে।

গত সপ্তাহে একটি তল্লাশি অভিযান চালিয়ে এই মধুচক্রের হদিস পায় পুলিশ। উদ্ধার করা হয়েছে তিন মহিলাকে। আটক করা হয়েছে কয়েকটি সোয়াইপ মেশিন এবং কিছু নগদ টাকা।



from Uttarbanga Sambad http://ift.tt/2pWWgSj

April 24, 2017 at 09:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top