ঢাকা, ২২ এপ্রিল- আট দলের অংশগ্রহণে আসছে ১ জুন থেকে ইংল্যান্ডে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ আসরের খেলা। টুর্নামেন্ট শুরুর আগে আবহাওয়ার সাথে মানিয়ে নিতে প্রস্তুতি ম্যাচে লড়বে দলগুলো। মূল লড়াইয়ে মাঠে নামার আগে এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্ততি ম্যাচ খেলবে মাশরাফি বিন মুর্তজার দল। আগেই এই টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। এবার আসরটি শুরুর আগে প্রস্তুতি ম্যাচের সূচিও ঘোষণা করেছে আইসিসি। আগামী ২৬-৩০ মে, ৫ দিনব্যাপী প্রকাশিত সূচি অনুযায়ী মোট ৬টি দল প্রত্যেকে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা একই সময়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলার কারণে প্রস্ততি ম্যাচে অংশ নেবে না। আগামী ২৬ মে লন্ডনের ওভালে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। পরের দিন ২৭ মে বার্মিংহামে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবেন মাশরাফি বাহিনী। আর নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ আগামী ৩০ মে ইংল্যান্ডের ওভালে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pPI6oD
April 22, 2017 at 10:24PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন