কুমিল্লার বার্তা রিপোর্ট ● মনোহরগঞ্জের আওয়ামীলীগ নেতা জাকির হোসেনের ভাই সন্ত্রাসী শহিদের ছুরিকাঘাতে নিহত বাতেনের স্ত্রী মঞ্জুমা বেগম অকালে স্বামীকে হারিয়ে এখন বাকরুদ্ধ। আসামীদের হুমকি ধমকিতে স্বজনরাও শংকিত হয়ে পড়েছে।
ঘটনার ৫ দিনেও এলাকার পরিবেশ যেন নিঃস্তব্ধ। ভারী হয়ে আছে সেখানকার আলো-বাতাস।
এলাকার মানষের কাছে নিহত বাতেন ছিলো দেবতার মতো। কেন তাকে হত্যা করা হলো সে প্রশ্ন এখন সবার মুখে মুখে। নিহত বাতেনের পরিবার ও স্বজনদের সারাক্ষন আসামীদের ভয়ভীতির কারণে উৎকণ্ঠায় থাকতে হচ্ছে।
হত্যা মামলা স্থানীয় থানায় রেকর্ড করা হলেও থানা পুলিশের গড়িমসিতে আসামীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এতেই যত ভয়। এ ঘটনার বিপরীতে আরো কোন ঘটনা অপেক্ষা করছে এ নিয়ে এলাকার জনমনে বির্তক ফুঁসে উঠছে।
বিশেষ করে কে এই জাকির ও শহিদ তাদের বিচিত্র জীবন এবং তাদের নোংরা রাজনীতিসহ হরেক রকম কথাবার্তা উঠে আসছে সামাজিক ও নানাহ গণমাধ্যমে।
গত ০১ এপ্রিল শনিবার সকালে খুনের ঘটনাটি ঘটে। মামলার ১নং আসামী শহিদুল ইসলাম এ খুনের ঘটনাটি ঘটায় এবং অপরাপর ৪ আসামীরা এ ঘটনার সাথে জড়িত বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।
এ দিকে মামলার আসামীরা বাদী নার্গিস আক্তারসহ পরিবারের লোকজনকে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে নানাহ হুমকি দিচ্ছে মামলা তুলে নেয়ার জন্য। নচেৎ তার পিতা বাতেনের মতো তাদেরও এ পরিনতি ভোগ করতে হবে বলে হুমকি অব্যাহত রেখেছে।
এছাড়া বাদী-বিবাদী একই পাড়ার বাসিন্দা হলেও একে অপরের নানামুখি আত্মীয়ৎ। এ খুনের ঘটনায় পুরো গ্রাম যেন কাঁদছে।
আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য দাবী তুলেছে গ্রামের লোকজন। নিহত আবদুল বাতেন এলাকায় সু-পরিচিত ও স্বজ্জন ব্যাক্তি হিসাবে সুনাম ছিলো। তবে আসামীরা উচ্চ আদালতে জামিনের চেষ্টা তদবির করছে এবং কেউ কেউ দেশের বাহিরে পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজছেন বলে স্থানীয় একাধিক সূত্র জানায়।
from Comillar Barta™ http://ift.tt/2oGqet0
April 05, 2017 at 10:04AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন