রোজ বদলাতে পারে পেট্রোল ডিজেলের দাম

নয়াদিল্লি, ৭ এপ্রিলঃ শুক্রবার রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি, যারা দেশের খুচরো জ্বালানির ৯০ শতাংশ বাজারই নিয়ন্ত্রণ করে, জানিয়েছে, এখন থেকে প্রায় প্রতিদিনই পরিবর্তিত হবে পেট্রোল ও ডিজেলের দাম।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং এর দুই সহযোগী সংস্থা ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্থান পেট্রোলিয়ামের উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছেন, শীঘ্রই এই সিদ্ধান্ত কার্যকর করার কথা ভাবা হচ্ছে সংস্থার তরফে।

কিন্তু রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি এবিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চায়নি।

প্রতিদিনের এই দাম পরিবর্তন, যাকে ডাইনামিক ফুয়েল প্রাইসিংও বলা হয়, যার ফলে তেল সংস্থাগুলিকে দাম পরিবর্তনের জন্য দীর্ঘ পনেরো দিন অপেক্ষা করতে হবে না। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিদিনই ভারতের বাজারে বদলাবে পেট্রোল ও ডিজেলের দাম।

সূত্রের খবর, বেসরকারি তেল সংস্থা এসসার অয়েল এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যারা রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার নির্ধারিত দাম মেনে চলতে বাধ্য থাকে, ডায়নামিক মডেলে শিফ্‌ট করতে পারে।



from Uttarbanga Sambad http://ift.tt/2oQynet

April 07, 2017 at 06:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top