কলকাতা, ০২ এপ্রিল- তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সখ্য সুবিদিত। আর তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহই এবার দক্ষিণ কলকাতায় বিজেপির সংগঠন বাড়াতে ঘাঁটি গাড়তে চলেছেন। উত্তর কলকাতার দায়িত্বে থাকছেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আগামী ৬-১৪ এপ্রিল দেশের বিভিন্ন লোকসভা কেন্দ্রে দুরাত-একদিন দলীয় নেতাদের থাকার কর্মসূচি নিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তার অঙ্গ হিসাবে রাজ্যের ৪০টি লোকসভা কেন্দ্রে (আসানসোল এবং দার্জিলিংয়ে দলীয় সাংসদ থাকায় ওই দুটি কেন্দ্র বাদ থাকছে) আসার কথা একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী-সহ ভিনরাজ্যের সাংসদদের। প্রসঙ্গত, এপ্রিলের শেষেই রাজ্যে আসার কথা বিজেপি সভাপতি অমিত শাহের। অবশ্য দুরাত-একদিনের কর্মসূচিতে অমিতের থাকার কথা তেলঙ্গানার হায়দরাবাদ লোকসভা কেন্দ্রে। রাজনাথ, স্মৃতির পাশাপাশি হাওড়া এবং হুগলিতে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী এবং রবিশঙ্কর প্রসাদকে। এছাড়াও বাবুল সুপ্রিয়, সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া-সহ একাধিক প্রতিমন্ত্রী থাকবেন বিভিন্ন লোকসভা কেন্দ্র। সূত্রের খবর, সেখানে গিয়ে জেলা এবং মণ্ডল স্তরের কর্মীদের মুখোমুখি বসবেন রাজনাথেরা। পাশাপাশি লোকসভাওয়াড়ি কর্মিসভা এবং প্রকাশ্য সমাবেশেরও কর্মসূচি রয়েছে তাঁদের। এই ক্ষেত্রে রাজ্য বিজেপির তরফে কর্মসূচির সমন্বয়ের দায়িত্বে রয়েছেন দলের সহ-সভাপতি রাজকমল পাঠক এবং রাজ্য নেতা সমীরণ সাহা। সারদা-নারদ কাণ্ডের অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আগামী ১২ এপ্রিল সিজিও কমপ্লেক্স অভিযানেরও ডাক দেওয়া হতে পারে। রাজ্য বিজেপি নেতৃত্বের দাবি, বাংলাকে কেন্দ্রীয় নেতৃত্ব কতটা গুরুত্ব দিচ্ছেন, তা কর্মসূচিতে স্পষ্ট।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2owUhU2
April 02, 2017 at 10:57PM
02 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top