৩০ এপ্রিলের মধ্যে আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিংক বাধ্যতামূলকঃ আয়কর দপ্তর

নয়াদিল্লি, ১২ এপ্রিলঃ  ২০১৪ সালের জুলাই থেকে ২০১৫ সালের আগস্টের মধ্যে যেসমস্ত গ্রাহক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন তাদের ৩০ এপ্রিলের মধ্যে অবিলম্বে কেওয়াইসি (নো ইওর কাস্টোমার) জমা দতে হবে। এছাড়া, এফএটিসিএ (ফরেন ট্যাক্স কমপ্লায়েন্স অ্যাক্ট) আইন অনুযায়ী, প্রত্যেক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিংক করিয়ে সমস্ত তথ্য সেল্ফ সার্টিফাই করে জমা দিতে হবে। মঙ্গলবার এমনই নির্দেশ দিল আয়কর দফতর।

সূত্রের খবর, যদি কোনো গ্রাহক আয়করের নির্দেশিত সময়সীমার মধ্যে ব্যাংক এবং অর্থনৈতিক সংস্থাগুলোতে তথ্যাদি জমা দিতে অসমর্থ হয় তাহলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ সেই গ্রাহকের অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে। যে অ্যাকাউন্টগুলো এফএটিসিএ-র আওতায় রয়েছে তাদের ওপরই আয়কর দফতরের এই নিয়ম লাগু হবে।



from Uttarbanga Sambad http://ift.tt/2nE2itg

April 12, 2017 at 06:11PM
12 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top