ঢাকা: ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করতে এক হাজার ৬৩৬ জন নাম নিবন্ধন করেছেন।
নির্বাচন পরিচালনাকারী সংস্থার প্রধান আলি আসগর আহমাদি বলেছেন, এদের মাঝে ১৩৭ জন নারী। সর্বকনিষ্ঠ প্রার্থীর বয়স ১৮ আর বয়োজ্যেষ্ঠর বয়স ৯২ বছর। স্নাতক ডিগ্রিধারী রয়েছেন ৪৩০ জন।
নাম নিবন্ধনকারীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন- বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি, সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ, বর্তমান ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি, সাবেক ভাইস প্রেসিডেন্ট হামিদ বাগেই, তেহরানের মেয়র বাকের কলিবফ, সাবেক কৃষিমন্ত্রী সাদেক খালিলিয়ন, সংসদ সদস্য হাজি ববয়ি, সাবেক সংসদ সদস্য আওজ হেইদারপুর, সাইয়্যেদ আহমাদ মুসাভি, নীতি নির্ধারনী পরিষদের সদস্য মুহাম্মাদ হাশেমি বাহরামনি, সংসদ সদস্য মুহাম্মাদ মাহদি জাহেদি, হাসান বিয়দি এবং খুজিস্তানের সাবেক গভর্নর আবদুল হোসাইন মোক্তাদয়ি।
ইরানের ১২তম প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের নাম নিবন্ধন প্রক্রিয়া গত মঙ্গলবার শুরু হয়ে গতকাল (শনিবার) পর্যন্ত চলে। প্রার্থীদের আবেদনপত্র যাচাই বাছাইপর্ব চলবে ২০ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত। আগামি ২৬ ও ২৭ এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। ২৮ এপ্রিল থেকে পরবর্তী ২০ দিন নির্বাচনি প্রচারণার কাজ চলবে।
স্থানীয় পরিষদ নির্বাচনসহ ১২তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছরের ১৯ মে।
from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2oB3efo
April 16, 2017 at 11:08PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন