মুম্বাই, ১৭ এপ্রিল- রবীনা ট্যান্ডন অভিনীত মাতৃ সিনেমাটির মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে অতিরিক্ত যৌন নৃশংসতা দেখানোর অভিযোগে। হিন্দুস্তান টাইমস বলছে, সিনেমাটি চলাকালে অতিরিক্ত যৌন নৃশংসতা দেখানোর কারণে চলতি সপ্তাহের শুরুতে সেন্সর বোর্ডের সদস্যরা হল থেকে বের হয়ে যান। পরে নির্মাতাদের অনুরোধে শনিবার সিনেমাটি আবার দেখতে বসলেও একে ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানায় তারা। এ ব্যাপারে সেন্সর বোর্ডের এক ঘনিষ্ঠ সূত্র বলছে, নারীদের প্রতি ভয়ঙ্কর অমানবিক যৌন নৃশংসতা দেখানো হয়েছে সিনেমাটিতে। মা-বোন তুলে গালি তো গোটা সিনেমা জুড়েই রয়েছে। গালিগুলো বিপড্ করে দেওয়ারও সুযোগ নেই, কারণ তাহলে পুরো সিনেমাই বিপ করতে হয়। সূত্রটি আরও বলে, ধর্ষণের দৃশ্য দেখানো সবসময়ই কিছুটা জটিল। কারণ দৃশ্যটি কখন মর্মভেদী হওয়া থেকে যৌন-উত্তেজক হয়ে উঠবে, তা কখনোই বলা যায় না। যদিও সিনেমাটির উদ্দেশ্য সৎ, তারপরও নারী অধিকার সংরক্ষণের সংগঠনগুলোর রোষের কথা ভেবে আমরা এটিকে ছাড়পত্র দেওয়ার ঝুঁকি নিতে পারি না। এব্যাপারে সেন্সর বোর্ডের প্রধান পেহলাজ নিহলানি বলেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি সিনেমাটির জন্য। এমনকী শনিবার, এক সরকারি ছুটির দিনেও সিনেমাটি আবারও দর্শনের জন্য আমরা সেন্সরবোর্ড খোলা রেখেছিলাম। সেন্সরবোর্ড থেকে প্রত্যাখ্যাত হওয়ায় মাতৃর নির্মাতাদের জন্য এখন একটাই পথ খোলা, আর তা হলো একে ফিল্ম সার্টিফিকেট অ্যাপালেট ট্রাইবুনালে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জমা দেওয়া। আসথার সাইদ-এর নির্দেশনায় এই সিনেমার মাধ্যমেই দীর্ঘদিন পর অভিনয়ে ফেরার কথা ছিল রবীনা ট্যান্ডন-এর। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ২১ এপ্রিল। তবে সেন্সর বাধায় পড়ে এর ভাগ্য এখন অনিশ্চিত। আর/১০:১৪/১৬ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nSqd8H
April 17, 2017 at 06:51AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top