প্রবল তুষারধসে বিধ্বস্ত ভূসর্গ

শ্রীনগর, ৭ এপ্রিলঃ বৃহস্পতিবার থেকে প্রবল তুষারপাতের ফলে জম্মু ও কাশ্মীরের লাদাখের বাতালিক সেক্টরে তুষারধসে চাপা পড়ে যায় সেনাবাহিনীর একটি শিবির। কর্তব্যরত ৫ জওয়ানই চাপা পড়ে যান সেখানে। তাঁদের মধ্যে ২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও খোঁজ চালিয়ে শুক্রবার সকালে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে বিহারের ৩ বীর জওয়ানের মৃতদেহ। উদ্ধারকার্যে প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষ দলকে লাগানো হয়েছে।

ডিআরডিও-র অধীন চণ্ডীগড়ের তুষারপাত ও তুষারধস সমীক্ষা সংস্থা বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীর ও হিমাচল প্রদেশে তুষারধসের পূর্বাভাস দিয়েছিল। কার্গিলে অতিমাত্রায় তুষারধসের আশঙ্কার কথাও জানানো হয়েছিল। এছাড়া বারামুলা, কুপওয়ারা, বান্দিপোরা জেলায় আগামী ২৪ ঘণ্টা মাঝারি তুষারধসের পূর্বাভাস জারি করা হয়েছে।

বৃহস্পতিবার থেকেই প্রবল বৃষ্টিপাত হয় ভূসর্গে। ফলে বিপদসীমার ওপর দিয়ে বইছে ঝিলম নদী। আটকে পড়েছে অনেকে। ৫ দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে স্কুলে।

 



from Uttarbanga Sambad http://ift.tt/2nR6cLp

April 07, 2017 at 11:47AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top