ঢাকা, ২১ এপ্রিল- বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড অর্থহীনের প্রতিষ্ঠাতা এবং দলনেতা সুমন। তবে তিনি বেস-বাবা নামে বহুল পরিচিত। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। একের পর এক অস্ত্রোপচার করতে হয়েছে তার শরীরে। গতকাল ভোরে ব্যাংককের বিএনএইচ হাসপাতালে সুমনের পাকস্থলীই কেটে ফেলে দিয়েছেন সার্জন! আর ছোট-বড় মিলিয়ে এটি সুমনের শরীরে ২০ নম্বর অস্ত্রোপচার বলে জানা গেছে। সার্জনের টেবিলে যাওয়ার আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সুমন, সঙ্গে দেন নিজের ছবি। সেখানে তিনি লিখেন লেখেন,আমার পুরো পাকস্থলী কেটে ফেলে দেবে ডাক্তার। এ ছাড়া আমাকে সুস্থ করার আর কোনো উপায় নেই। সুতরাং ১৯ তারিখ থেকে সারা জীবনের জন্য আমার নরমাল খাওয়াদাওয়া বন্ধ! প্রথম মাসে শুধু লিকুইড খেতে হবে। পরের দুই মাস খেতে হবে নরম খাবার। অস্ত্রোপচারের তিন মাস পর থেকে নরমাল খাবার প্রতি বেলা এক টেবিল চামচ পরিমাণ খেতে পারব। সারাজীবন নিউট্রিশন সাপ্লিমেন্ট খেয়ে চলতে হবে। জীবনের বেশির ভাগ সময়ই অনেক মোটা ছিলাম। ওজন ছিল ১৭৪ কেজি! কারণ আমি খেতে ভালোবাসি, সুতরাং অনেক খেতাম। জীবনে যা খেতে ইচ্ছা করেছে, সেটাই খেয়েছি। তাই এই অস্ত্রোপচার নিয়ে খুব একটা দুঃখ নেই। আর খেতে না পারলেও সেটা পুষিয়ে নিয়েছি। আমি অসম্ভব ভাগ্যবান একজন মানুষ। আমার ফ্যামিলির সবাই আমার জন্য অনেক করেছেন, এখনো করে যাচ্ছেন। তাদের ছাড়া এতদিন মনে হয় বাঁচতাম না। এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, আমার দুঃসময়ে পাশে থাকার জন্য। আবার দেখা হবে কোনো এক কনসার্টে! সবাই ভালো থাকবেন। এত তাড়াতাড়ি হারিয়ে যাওয়ার জন্য আসিনি! সুস্থ হয়ে আসি, তারপর স্টেজ কাঁপবে! আপাতত বিদায়। ১৯৮৬ সালে সুমন তার রক সঙ্গীত জীবন শুরু করেন। এছাড়া অনেক গায়ক কিংবা ব্যান্ড সুমনের সঙ্গীত জীবনে পরোক্ষ প্রেরণা যুগিয়েছেন। সুমনের গানে তাদের প্রভাব লক্ষ্য করা যায়। আর/১৭:১৪/২১ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2p2GhUz
April 22, 2017 at 12:11AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top