মালদা, ৪ এপ্রিলঃ এক সিপিএম নেতাকে নৃশংসভাবে খুনের ঘটনায় মঙ্গলাবার সকাল থেকে তীব্র চাঞ্চল্য ছড়াল ইংরেজবাজারের নরহাট্টা অঞ্চলের বাবুপুর গ্রামে। মৃতের নাম আনিসুর আলি (৬৩)। ১৯৯৩ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি ছিলেন ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ।
জানা গিয়েছে, সোমবার রাত ৮টা নাগাদ আনিসুর রহমানের মোবাইলে একটি ফোন আসে। সেই ফোন পেয়েই বাইরে বেরিয়ে যান তিনি। তারপর রাতে তিনি ফিরে আসেননি। মঙ্গলবার সকাল ৫টা ৩০ নাগাদ খবর পাওয়া যায়, তাঁদের বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরত্বে আনিসুর রহমানের মৃতদেহ পড়ে রয়েছে। গলায় জড়ানো রয়েছে গামছা। ঘটনাস্থলে তাঁর সাইকেলটি পাওয়া গেলেও তাঁর কাছে থাকা মোবাইলের সন্ধান পাওয়া যায়নি। মৃতের কান দিয়ে রক্তপাতের চিহ্ন দেখে অনুমান করা হচ্ছে, খুনের আগে তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।
সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র অভিযোগ করেন, ২০০৮ সালে ওই এলাকাতেই খুন হয়েছিলেন সিপিএমের সদস্য আলি হোসেন। ওই আলি হোসেনের কাকা আনিসুর রহমান। অম্বর মিত্রের অভিযোগ, আলি হোসেনের খুনের ঘটনায় বছর খানেক আগে মালদা আদালতে ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। সেই মামলা করায় প্রধান উদ্যোগী ছিলেন আনিসুর রহমান। সম্প্রতি ওই মামলায় অভিযুক্ত ৮ জনের ৭ জনই হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে বের হয়ে আসে। হাইকোর্টে সেই মামলায় রায় হওয়ার কথা কিছুদিনের মধ্যেই। ইতিমধ্যে অভিযুক্তরা ওই মামলাটি তুলে নেওয়ার জন্য আনিসুর রহমানকে প্রলোভন এবং ভয় দেখাতে শুরু করে। অম্বর মিত্রের অভিযোগ, সেই মামলা থেকে বাঁচতেই খুন করা হয়েছে আনিসুর রহমানকে। একই কারণ দেখিয়ে পুলিশের কাছেও অভিযোগ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।
খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে মৃতদেহটি তুলতে বাধা দেন গ্রামবাসীরা। জেলা সিপিএম নেতাদের হস্তক্ষেপে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এই ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে।
from Uttarbanga Sambad http://ift.tt/2o5NClY
April 04, 2017 at 08:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন