আরো ৩০ শিশুকে দত্তক মোটা টাকায়

আরো ৩০ শিশুকে অবৈধভাবে দত্তক

জলপাইগুড়ি, ১৩ এপ্রিলঃ জলপাইগুড়িতে চন্দনা চক্রবর্তীর স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সি (সা) বিমলা শিশুগৃহ থেকে আরো ৩০টি শিশুকে অবৈধভাবে দত্তক দেওয়ার নথিপত্র খুঁজে পেল সিআইডি। চন্দনার নর্থবেঙ্গল পিপলস ডেভেলপমেন্ট সেন্টারের অফিসে তল্লাশি চালিয়ে বহু নথি উদ্ধার করেছেন তদন্তকারীরা। সেসব পরীক্ষা করতে গিয়ে চোখ কপালে উঠেছে তাঁদের। এতদিন পর্যন্ত ১৭টি শিশুকে মোটা টাকার বিনিময়ে অবৈধভাবে দত্তক দেওয়ার অভিযোগ ছিল চন্দনার বিরুদ্ধে। নতুন করে আরো ৩০টি শিশুকে অবৈধভাবে দত্তক দেওয়ার ঘটনা সামনে আসায় তদন্তকারীরা বুঝছেন চন্দনার কারবার বহুদূর বিস্তৃত। আপাতত তদন্তকারীরা ওই ৩০টি শিশুকে যে সব পরিবারে দেওয়া হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করছেন। ওই বাবা-মায়েরা দত্তক নেওয়া সন্তানের জন্য কত টাকা করে দিয়েছেন, তাঁদের কাছে বৈধ কাগজপত্র আছে কিনা, এসবই খতিয়ে দেখবেন তদন্তকারীরা। তবে, চন্দনার বিরুদ্ধে বিদেশে শিশু পাচারের যে অভিযোগ ছিল তার সপক্ষে এখনো কোনো তথ্যপ্রমাণ হাতে আসেনি সিআইডি-র।



from Uttarbanga Sambad http://ift.tt/2oBAghd

April 13, 2017 at 10:58AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top