ভারতীয় চর সন্দেহে আরও ৩ জনকে গ্রেফতার পাকিস্তানের

 

ইসলামাবাদ, ১৫ এপ্রিলঃ কুলভূষণ যাদবের ফাঁসির নির্দেশ ঘিরে উত্তজনা ছড়ালেও পাকিস্তান যে বিন্দুমাত্র তার পরোয়া করেনা তা প্রমাণ করে দিল ৩ জন ভারতীয়কে চর সন্দেহে গ্রেফতার করে। অভিযোগ, এই ৩ জন চীনা-পাক ইকোনমিক করিডোরের বিভিন্ন প্রকল্প এবং বিতর্কিত চীনা ইঞ্জিনিয়ারের ওপর হামলার ছক কষেছিল।

অভিযোগ, ধৃত খালিল, ইমতিয়াজ ও রশিদ-এই ৩ জন ইন্ডিয়ীন ইন্টেলিজেন্স এজেন্সি এবং ‘র’-এর পেইড এজেন্টস। ভারতীয় সেনা আধিকারিকরা এবং ‘র’(রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং)-এর মেজর রঞ্জিত, মেজর সুলতান সহ কয়েকজন অফিসার তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। ভারতীয় সেনা এবং ‘র’-এর সঙ্গে দেখা করতে বেশ কয়েকবার নিয়ন্ত্রণরেখাও পেরিয়েছে এই ৩ অপরাধী।

তাই এই ৩ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক আইনে অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে।

 



from Uttarbanga Sambad http://ift.tt/2oxBesX

April 15, 2017 at 04:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top