চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে অস্ত্র ও মাদক চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ৮ জনকে আটক করেছে বিজিবি। বুধবার ভোররাতে চাঁপাইনবাবগঞ্জে ৯’বিজিবি ব্যাটালিয়নের সোনামসজিদ কোম্পানী এ অভিযান চালায়। আটককৃত ব্যক্তি হচ্ছে বাগিচাপাড়ার ফরিজউদ্দিনের ছেলে আনারুল (৫০),বিষুর ছেলে নিয়ারুল (২৭), হুদমাপাড়ার আফজাল হোসেনের ছেলে গোলাম রাব্বানী (২০), আনারুলের ছেলে আব্দুস সালাম (৩০), কালাম (২০) ও রুহুল মাহমুদ (২৫), এরফান আলীর ছেলে আব্দুল খালেক (২৭) এবং আতাউর রহমানের ছেলে বকুল (২০)। সনাক্তকৃত পলাতকরা হলেন, হুদমাপাড়ার আফজালের ছেলে বাবু (৩০), আনারুলের ছেলে নাসির (২৮) ও বাগিচাপাড়ার ইরফানের ছেলে ইসরাইল (৩৫)। এ সময় ৬টি দেশী ধারাল অস্ত্র, ৪শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জস্থ ৯বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আবুল এহসান জানান, সীমান্তে চোরাকারবারীদের বাড়ীতে দেশীয় অস্ত্র ও চোরাচালানের জন্য মজুদ করা ফেনসিডিল থাকার সংবাদে বাগিচাপাড়া ও হুদমাপাড়া এলাকায় ভোররাত সাড়ে ৩ টায় দিকে অভিযান চালায় বিজিবি। অভিযানে ৪০০ বোতল ফেনসিডিল, ৬টি দেশী ধারাল অস্ত্রসহ ৮ জন মাদক চোরাকারবারী ও দুস্কৃতিকারীকে আটক করা হয়। এছাড়া মাদক চোরাচালানে জড়িত আরও ৩ জনকে সনাক্ত করা হয়। তাঁরা পলাতক রয়েছেন। তিনি আরো বলেন, এ ঘটনায় শিবগঞ্জ থানায় ফেনসিডিল, ধারাল অস্ত্র জমা ও আটককৃতদের সোপর্দ করে মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৪-১৭
চাঁপাইনবাবগঞ্জস্থ ৯বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আবুল এহসান জানান, সীমান্তে চোরাকারবারীদের বাড়ীতে দেশীয় অস্ত্র ও চোরাচালানের জন্য মজুদ করা ফেনসিডিল থাকার সংবাদে বাগিচাপাড়া ও হুদমাপাড়া এলাকায় ভোররাত সাড়ে ৩ টায় দিকে অভিযান চালায় বিজিবি। অভিযানে ৪০০ বোতল ফেনসিডিল, ৬টি দেশী ধারাল অস্ত্রসহ ৮ জন মাদক চোরাকারবারী ও দুস্কৃতিকারীকে আটক করা হয়। এছাড়া মাদক চোরাচালানে জড়িত আরও ৩ জনকে সনাক্ত করা হয়। তাঁরা পলাতক রয়েছেন। তিনি আরো বলেন, এ ঘটনায় শিবগঞ্জ থানায় ফেনসিডিল, ধারাল অস্ত্র জমা ও আটককৃতদের সোপর্দ করে মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৪-১৭
from Chapainawabganjnews http://ift.tt/2oXWYBm
April 12, 2017 at 09:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন