মালাদায় ফের উদ্ধার দু’হাজারি জালনোট

মালদা, ১৬ এপ্রিলঃ মালাদায় ফের উদ্ধার দু’হাজারি জালনোট। কালিয়াচকের ভারত-বাংলাদেশ সীমান্তের চরি অনন্তপুর এলাকা থেকে ৭ লক্ষ টাকার জালনোট উদ্ধার করা হয়েছে।

সূত্রের খবর, শনিবার রাতে বিএসএফ-এর ২৪ নং ব্যাটেলিয়ন জওয়ানরা টহলদারি দেওয়ার সময় চরি অনন্তপুর গ্রামের ১১ নং গেটের কাছে একটি প্লাস্টিকের প্যাকেট পড়ে থাকতে দেখেন। ওই প্যাকেট থেকে উদ্ধার হয় ৩৫০টি ২ হাজার টাকার জালনোট। তবে কোনও পাচারকারীকে গ্রেফতার করা যায়নি।



from Uttarbanga Sambad http://ift.tt/2pkXUzG

April 16, 2017 at 01:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top