উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ গরম আসতে না আসতেই শুরু হয়ে যায় ত্বক নিয়ে টেনশন। ত্বক শুষ্ক বা ট্যান সব সমস্যার সমাধানেই ত্বক স্বাভাবিক রাখতে রইল কিছু টিপস
১) গরমে ত্বক সজীব রাখতে মাইল্ড ক্লেনজার দিয়ে দিনে অন্তত দুবার মুখ ধুয়ে নিন।
২) অতিরিক্ত তাপে ত্বক শুকিয়ে নিস্তেজ! ত্বককে সুস্থ রাখতে সপ্তাহে দু-তিনদিন টকদই, চন্দন, টমেটোর রস আর অ্যালোভেরা জুস একসঙ্গে মিশিয়ে মুখে মেখে অপেক্ষা করুন মিনিট পনেরো। ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।
৩) ব্যাগে রেখে দিন ওয়েট ফেসিয়াল টিস্যু, সানস্ক্রিন লোশন এবং লিপ বাম। অনেকক্ষণ রোদে ঘোরার প্ল্যান থাকলে একঘন্টা অন্তর ভিজে টিস্যু দিয়ে ভালো করে মুখ মুছে সানস্ক্রিন লাগিয়ে নিন। ঠোঁটে লাগান লিপ বাম।
৪) ত্বকে ট্যান? কুছ পরোয়া না করে জেনে নিন উপায়- টকদই, বেসন, পাতিলেবুর রস একসঙ্গে মিশিয়ে প্যাক বানান।
৫) জল খান বেশি করে। নাহলে খান পর্যাপ্ত পরিমাণে ফল। ত্বক থাকবে সতেজ।
from Uttarbanga Sambad http://ift.tt/2p6jB5M
April 22, 2017 at 06:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন