দেশের চার হাইকোর্টের শীর্ষে মহিলা

নয়াদিল্লি, ৮ এপ্রিলঃ কলকাতা, দিল্লি, মুম্বই শহরের হাইকোর্টের প্রধান বিচারপতিরা মহিলা। গতমাসে মাদ্রাজ হাইকোর্টেও প্রধান বিচারপতির পদে বসেছেন মহিলা। গত ৩১ মার্চ মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। বাকি চার মেট্রো শহরের প্রধান বিচারপতিরা হলেন কলকাতার নিশীথা নির্মল মাত্রে (অস্থায়ী প্রধান বিচারপতি), দিল্লি হাইকোর্টের বিচারপতি জি রোহিণী এবং বম্বে হাইকোর্টের মঞ্জুলা চেল্লুর।

ভারতীয় বিচারব্যবস্থায় মহিলাদের অনুপস্থিতি নিয়ে বার বার প্রশ্ন উঠেছে। এতদিন সেই খরা কিছুটা কেটেছে। মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি শুধু মহিলা নন, ওই হাইকোর্টে আরও পাঁচজন মহিলা বিচারক রয়েছেন। সবচেয়ে বেশি মহিলা বিচারক রয়েছেন বম্বে হাইকোর্টে। সংখ্যাটা ১১। সেখানে পুরুষ বিচারকের সংখ্যা ৬। দিল্লি হাইকোর্টে ৯ জন মহিলা বিচারক রয়েছেন। মহিলা বিচারকের সংখ্যা সবচেয়ে কম কলকাতা হাইকোর্টে। মাত্র ৪ জন। রোহিণী দিল্লি হাইকোর্টের শীর্ষে এসেছেন ২০১৪-র ১৩ এপ্রিল। ২০১৬-র ১ ডিসেম্বর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন নিশীথা মাত্রে। এখানে মহিলা ও পুরুষ বিচারপতির সংখ্যার অনুপাত ৪:৩৫। সুপ্রিমকোর্টে এখন ২৮ জন বিচারকের মধ্যে মহিলা বিচারপতি মাত্র ১ জন, আর ভানুমতী।



from Uttarbanga Sambad http://ift.tt/2o9PHLl

April 08, 2017 at 08:33PM
08 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top