হাওড়া, ০৩ এপ্রিল- নবান্ন থেকে রেস কোর্স হয়ে হেলিকপ্টারে যাতায়াত করা বেশ ঝামেলার। তাই নবান্নের পাশেই রাজ্য সরকারের নতুন হেলিপ্যাড তৈরি হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় সড়ক পথ ছেড়ে আজকাল আকাশ পথেই বেশি যাতায়াত করেন। আগে কলকাতা থেকে কোনও জেলা শহরে হেলিকপ্টারে যেতে হলে রেস কোর্সের হেলিপ্যাডই ব্যবহার করতে হতো সব ভিআইপিদের। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরেও রেস কোর্স থেকেই হেলিকপ্টারে যাতায়াত করতেন। কিন্তু রাজ্যের সচিবালয় রাইটার্স বিল্ডিং থেকে হাওড়ার নবান্নে উঠে যাওয়ার পর, সেখান থেকে রেস কোর্সে গিয়ে হেলিকপ্টারে চাপতে একটু বেশি সময়ই লাগত। তার উপরে রেস কোর্সের হেলিপ্যাডের দায়িত্ব সেনার হাতে। তাই কিছুদিন নবান্নর কাছে ডুমুরজলার অস্থায়ী হেলিপ্যাডই ব্যবহার করছিলেন মমতা। কতদিনই বা আর অস্থায়ী হেলিপ্যাড ব্যবহার করা যায়! তাই স্থায়ী হেলিপ্যাডই তৈরি করে ফেললেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন জেলা শহরগুলির মতো হাওড়াতেও রাজ্য সরকারের একটি হেলিপ্যাড তৈরি হয়ে গেল। নবান্ন থেকে এই হেলিপ্যাডের দুরত্ব মাত্র কিলোমিটার খানেক। তবে মুখ্যমন্ত্রী সোমবার ডুমুরজলা হেলিপ্যাডের উদ্বোধন করে জানিয়ে দিলেন, এই নিয়ে ২৬টি হেলিপ্যাড তৈরি করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, এই হেলিপ্যাড সাধারণ মানুষও ব্যবহার করতে পারবে। আপাতত মুকুটমণিপুর ও ফালাকাটায় হেলিপ্যাড তৈরি করা বাকি রয়েছে। আকাশ পথে যোগাযোগের ক্ষেত্রে এই হেলিপ্যাড বড় ভূমিকা নেবে। তিনি জানান, পুরুলিয়ার ছররা ও কালিম্পঙেও হেলিপ্যাড তৈরির চেষ্টা করছে রাজ্য সরকার। হাসিমারাতেও চেষ্টা চলছে, তবে সেই নিয়ে একটু সমস্যা আছে। এই হেলিপ্যাডে অতিথিদের জন্য বিশ্রামাগারও রয়েছে। ডুমুরজোলার এই হেলিপ্যাড ঘিরে আরও উন্নয়ন হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর/১৭:১৪/০৩ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nOwRsZ
April 04, 2017 at 12:07AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top