সেমিতে বিদায় শারাপোভা

স্টুটগার্ট, ৩০ এপ্রিলঃ স্টুটগার্ট ওপেনের সেমিফাইনালেই থেমে গেল মারিয়া শারাপোভার দৌড়। ডোপিংয়ের দায়ে ১৫ মাস নির্বাসিত থাকার পর কোর্টে ফিরে প্রত্যাবর্তনটা ভালোই করেছিলেন মাশা। কিন্তু সেমিফাইনালে ফ্রান্সের ক্রিস্টিনা ম্লাদেনভিচের কাছে ৬-৩, ৫-৭, ৪-৬ হেরে গেলেন এই রাশিয়ান তারকা। যদিও এদিন শুরুটা দুরন্ত মেজাজে করেন অ্যান্ডি রডিকের প্রাক্তন বান্ধবী। যার ফলে প্রথম সেট জিততে খুব একটা ঘাম ঝরাতে হয়নি শারাপোভাকে। কিন্তু দ্বিতীয় সেটে হারের পরই ম্যাচ থেকে হারিয়ে যান এই টেনিস সুন্দরী। নির্ণায়ক সেটে নূন্যতম প্রতিরোধ গড়তে না পেরে বিদায় নিশ্চিত করেন শারাপোভা।



from Uttarbanga Sambad http://ift.tt/2pKOCNZ

April 30, 2017 at 03:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top