নিজস্ব প্রতিবেদক ● মনোহরগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে এক কৃষককে হত্যার ঘটনায় মামলা করে বিপাকে পড়েছে নিহতের পরিবার। হত্যাকারীরা স্থানীয় প্রভাবশালী ও সরকার দলীয় লোক হওয়ায় মামলা তুলে নিতে প্রতিনিয়ত হুমকি ও ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী।
এদিকে সোমবার আদালতের নির্দেশে মনোহরগঞ্জ থানার ওসি হত্যা মামলাটি রেকর্ড করেছেন।
নিহত কৃষক মো. আবদুল বাতেনের (৫০) মেয়ে ও মামলার বাদী নার্গিস আক্তার অভিযোগ করে বলেন, ‘আদালতে মামলা করার পর থেকে এলাকার প্রভাবশালী জাকির হোসেনের লোকজন আমার পরিবারের লোকজনকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। আজ (সোমবার) সকালেও তার লোকেরা এসে আমার মাসহ পরিবারের লোকজনকে হুমকি দিয়ে গেছে। আর আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ অবস্থায় পরিবারের সবাইকে নিয়ে নিরাপত্তাহীন অবস্থায় রয়েছি।’
এ প্রসঙ্গে জানতে চাইলে মনোহরগঞ্জ থানার ওসি মো. সামছুজ্জামান বলেন, ‘আদালতের নির্দেশে থানায় মামলা রুজু হয়েছে। আজ (সোমবার) দুপুরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তা ছাড়া পুলিশের পক্ষ থেকে ওই পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয়টি দেখা হচ্ছে।’
এর আগে রবিবার বিকেলে নিহত কৃষকের মেয়ে নার্গিস আক্তার বাদী হয়ে কুমিল্লার আদালতে পাঁচজনকে অভিযুক্ত করে মামলা করেন। আদালত শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মনোহরগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন। এ মামলায় হত্যাকাণ্ডের ঘটনার মূল হোতা উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সহিদুল ইসলাম সহিদ, তাঁর বড় ভাই উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও সৌদি আরবের রিয়াদ শাখা আ. লীগের সহসভাপতি জাকির হোসেন, বাদীর শাশুড়ি নুরজাহান বেগম, দেবর সফিকুল ইসলাম ও নুর আলমকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, পারিবারিক বিরোধের জেরে গত শনিবার সকালে উপজেলার বিপুলাসার ইউনিয়নের বাকরা গ্রামের কৃষক আবদুল বাতেনকে বাড়ির সামনে রাস্তায় প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করেন একই গ্রামের যুবলীগ নেতা সহিদ। তিনি নিহত বাতেনের মেয়ে নার্গিসের মামাশ্বশুর।
from Comillar Barta™ http://ift.tt/2nFDQDW
April 04, 2017 at 09:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন