সিরিয়া নিয়ে নতুন পরিকল্পনা তুরস্কের

b9ae8_তুরষ্ক_long

ঢাকা:যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় নতুন হামলার পরিকল্পনা করা হচ্ছে। এমনটি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান। খুব শীঘ্রই এ হামলা চালানো হতে পারে বলে জানান তিনি। আঙ্কারা আরব এ দেশটিতে কয়েকমাস ব্যাপী সামরিক হামলা আনুষ্ঠানিক ভাবে সমাপ্তি ঘোষণার কয়েক দিনের মধ্যে এ বক্তব্য দেয়া হলো।

এরদোগান বলেন, ইউফ্রেটিস শিল্ড অপারেশন নামের প্রথম পর্বের সামরিক অভিযান শেষ হয়েছে। কিন্তু এরপরও আরো অভিযান চালানো হবে বলে এরদোগান জানান। সিরিয়ার ভেতরে তুরস্কের কথিত সামরিক অভিযান বন্ধ হবে না এবং নতুন নামে নতুন অভিযান চালানো হবে বলেও ঘোষণা করেন তিনি।

সিরিয়ার নতুন নতুন এলাকায় নতুন নতুন অভিযান চালানোর জন্য তুরস্ক প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।



from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2owAwiB

April 04, 2017 at 02:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top