শপথ নিলেন কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান এড. টুটুল

নিজস্ব প্রতিবেদক ● কমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষেদের চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার বেলা ১২ টায় চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে এ শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন। এসময় স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় পরিচালক দীপক চত্রবত্তী, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শামসুজ্জামান এবং কুমিল্লা জেলা ও মহানগর আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ৬ মার্চ উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডভোকেট আমিনুল ইসলাম টুটুল বিপূল ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী রেজাউল কাইয়ুমকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন । ওই নির্বাচনে ৪৬ হাজার ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন এডভোকেট আমিনুল ইসলাম টুটুল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল কাইয়ুম পেয়েছিন ১৯ হাজার ৩৫৩ ভোট। গত ২১ মার্চ সরকার নির্বাচনের গেজেড প্রকাশ করে।

উল্লেখ্য, ২০১৫ সালের ৬ ফেব্রয়ারী আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবদুর রউফে মৃত্যুর কারণে এ পদটি শুন্য হয়। এর পর থেকে উপজেলা ভাইস-চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। গত ০১ ফেব্রয়ারী এ শুন্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। এর আগে ২০১৪ সালে ১৯ মে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী এড.আমিনুল ইসলাম টুটুল বিপূল ভোটে আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ সালের ২৯ জুন চট্রগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আলেফ উদ্দিন বিজয়ী চেয়ারম্যান ও ভাইস-চেয়াম্যানদের শপথ নেন এবং ৩০ জুন ২০১৪ তারা উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহন করেন।

উল্লেখ্য, এড.আমিনুল ইসলাম টুটুল আদর্শ সদর উপজেলার দূর্গাপুর (দক্ষিন) ইউনিয়নের ধর্মপুর গ্রামের একটি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। জিলা স্কুলের ছাত্র এড, টুটুল ১৯৮৬ সালে এসএসসি,ভিক্টোরিয়া কলেজ থেকে এইচ.এসসি,চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞানে সম্মান সহ মাষ্টার্স ডিগ্রী অর্জন করেন ধনুয়াখলা ডিগ্রী কলেজে অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করেন।পরবর্তীতে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এল.এল.বি এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.এম ডিগ্রী লাভের পর কুমিল্লা জজকোর্টে আইন পেশায় যোগ দেন। বর্তমানে তিনি কুমিল্লা জজকোর্টে নিয়মিত আইনজীবি হিসেবে বেশ সুনাম অর্জন করেছেন। সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহারের স্নেহধন্য এড.আমিনুল ইসলাম টুটুল ছাত্রজীবনে ভিক্টোরিয়া কলেজে ছাত্রলীগের রাজনীতি দিয়ে রাজনীতিতে পা রাখেন। পরবর্তীতে তিনি ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের সাহিত্য বিতর্ক এবং বহি:ক্রীড়া ও ব্যায়ামাগার সম্পাদক নির্বাচিত হন। তিনি জেলা যুবলীগের কর্মসংস্থান সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। বর্তমানে জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক এবং আওয়ামী আইনজীবি পরিষদের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।



from Comillar Barta™ http://ift.tt/2n7leR9

April 04, 2017 at 07:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top